দীপাবলীর সময় লক্ষ্মীপুজোর দিন দুই আগে ধনতেরাস হয় বলা হয়, ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান পুরাণ মতে, ধনতেরাসের দিন ভগবান ধন্বন্তরী ধরাধামে আসেন এই একই দিনে কুবেরও পৃথিবীতে আবির্ভূত হন বলেও মনে করা হয় সেই জন্য এই দিন সোনা রুপো এবং অলংকার ও বাসন কেনার প্রচলন রয়েছে ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ তাঁরা এ দিন দামি ধাতু কেনেন সোনা না কিনতে পারলেও যে-কোনও ধাতু কেনাকেই শুভ বলে মনে করা হয়