কার্তিক কৃষ্ণ ত্রয়োদশীর দিনে ধনতেরাস উত্সব পালিত হয় এই দিনে সোনা ও রুপো কিনলে সৌভাগ্যে ফিরে আসে, এমনটাই বিশ্বাস

ভাগ্যে সমৃদ্ধি আনতে অনেকেই সোনা, রুপোর পাশাপাশি অনেকে বাসনও কিনে থাকেন, সেটিও শুভ

এ বছর ধনতেরাস উৎসব পালিত হবে ২৯ অক্টোবর, মঙ্গলবার এই দিনে বিশেষ কিছু বস্তু কিনলে সারা বছর ঘরে ধন-সম্পদ ভরে থাকে, বিশ্বাস এমনটাই

ধনতেরাসের দিন সন্ধ্যায় পুজো করাও বিশেষ ফলদায়ক তবে সোনা-রুপো কেনার আজ নির্দিষ্ট সময় আছে

মঙ্গলবার সন্ধ্যা ৭:১২ থেকে রাত ৮:৫০ পর্যন্ত ধনতেরসের ব্রহ্ম মুহূর্ত, এই সময়ের মধ্যে সোনা-রুপো কিনতে পারেন

এই সময়ে ধনতেরাস উৎসব উদযাপন করা খুবই শুভ ভাগ্যে ধনলক্ষ্মী দেবীর প্রবেশও ঘটে এই সময়ে

আজকের দিনে এই সময়ের মধ্যে এই জিনিস কিনলে ভাগ্যে বেশ কিছু বদলও আসতে পারে