শুরু হয়ে গেল দেবীপক্ষ। অশুভ শক্তি বিনাশের কাল।



মা দুর্গার কৃপা এ সময় থাকে সবার উপর । তবে ভাল থাকা , মন্দ থাকার বিষয়টি গ্রহ নক্ষত্রের উপরও অনেকটাই নির্ভরশালীল।



মা দুর্গা সমস্ত সবার প্রতি বিশেষ সদয়। কয়েকটি রাশি আছে যেগুলি মা দুর্গার মনে খুবউ কাছের, এমনটা মনে করা হয়।



গ্রহ নক্ষত্রের প্যাঁচে এই সব রাশি গুলির জাতকদের যদি কঠিন সময়ও চলে , বের করে আনেন মা দুর্গা।



মেষ রাশির জাতক জাতিকারা খুব ভাগ্যবান। মা দুর্গা তাদের সঙ্গে থাকে সবসময়।



এ সময় শনির কড়া দৃষ্টি এই রাশির উপর থাকলেও, মা দুর্গার কৃপায় সমস্যা খুব বাড়বে না বলেই মনে করা হচ্ছে।



মেষ রাশির জাতক জাতিকারা তাদের সন্তানদের কাছ থেকে কিছু সুখবর শুনতে পেতে পারেন



, মা দুর্গা সবসময় সিংহ রাশির জাতকদের প্রতি সদয়। আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে পারেন এ সময়।



তুলা রাশির জাতক জাতিকাদের প্রতি মা দুর্গা সর্বদা সদয়, তাই নিশ্চিন্তে থাকুন।



পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভের সম্ভাবনা আছে । বিবাহিত জীবনে সুখ আসবে।