অনেকের মতেই অমাবস্যার দিনে সূর্যগ্রহণ হওয়া অশুভ। এই দিনে সূর্য ও শনির ষড়ষ্টক যোগও তৈরি হয়েছে। আগামী ১৫ টা দিন ৫ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাঁদের খুব মেপে পা ফেলতে হবে কোজাগরী পূর্ণিমা অবধি। ষড়ষ্টক যোগ সব রাশির উপর প্রভাব ফেলবে। কিন্তু ৫টি রাশির জাতকদের জন্য এটি খুবই অশুভ প্রমাণিত হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের উপর আগামী ১৫ দিন গ্রহণের অশুভ ছায়া থাকবে। আর্থিক ক্ষতি হতে পারে। তাই ভেবেচিন্তে টাকা লেনদেন করুন। মিথুন রাশির জাতকদের সমস্যা বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে ঝগড়া হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকা হলে আগামী ১৫ টা দিন খুব সাবধানেই থাকতে হবে। এই সময়ের মধ্যে ধার নেওয়া বা দেওয়াই ভালো। অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে। সূর্যগ্রহণের পরের ১৫ দিন কন্যা রাশির জাতকদের জন্য একটু কঠিন হতে পারে। এই সময় কোনও নতুন চুক্তি বা বিনিয়োগ পরে ক্ষতি ডেকে আনতে পারে।