শ্রী বিষ্ণু বিশ্বের রক্ষক হিসাবে পরিচিত। ২ জুলাই যোগিনী একাদশী। নারায়ণের আরাধনার দিন। যে ভক্ত ভগবান বিষ্ণুর আরাধনা করেন, তাঁর জীবনে সর্বদা সুখ শান্তি থাকে। শাস্ত্র অনুসারে, যে ব্যক্তি ভগবান বিষ্ণুর উপাসনা করেন তাঁর উপর সর্বদা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে। এমন তিনটি রাশি রয়েছে যার উপর ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ থাকে। এই রাশির জাতক জাতিকাদের কখনই অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় না। আর্থিক সঙ্কট এলেও সামাল দেন লক্ষ্মী নারায়ণই । ভক্তর মনে ভক্তি থাকলেই যথেষ্ট । বৃষ রাশির জাতক জাতিকাদের সঙ্গে শ্রী হরির সঙ্গে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্কট রাশির জাতক জাতিকারা ভগবান বিষ্ণুর কৃপায় জীবনে অনেক উন্নতি করে। সিংহ রাশির জাতক জাতিকারা ভগবান হরির কৃপায় যে কাজেই সাফল্য পান। তুলা রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমী মানুষ, শ্রী হরির কৃপায় কোনও আর্থিক সংকট সচরাচর আসে না।