৭ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। এদিন দেশ জুড়ে পালিত হয় গণপতি উৎসব।



গণেশ চতুর্থীর দিন বিশেষ একটি বিষয় মনে রাখা খুব জরুরি।



গণেশ চতুর্থীতে একটি কাজ করলেই জীবনে নেমে আসতে পারে আঁধার



অকারণেই কলঙ্ক আপনাকে স্পর্শ করতে পারে। যা থেকে রেহাই পাওয়া কঠিন।



গণেশ চতুর্থীর দিন চাঁদের মুখ দেখতে নেই।



গণেশকে সবাই প্রথম পুজো করে। একমাত্র চন্দ্র দেব এমনটা করেননি।



কথিত আছে চন্দ্রের নিজের রূপ-রং নিয়ে অহংকার ছিল



গণেশ রেগে গিয়ে চাঁদকে কালো হয়ে যাওয়ার শাপ দেন।



তবে তিনি সঙ্গে সঙ্গে গণেশের কাছে ক্ষমা চেয়ে নেন।



তাই গণেশ চতুর্থীর রাতে চাঁদের দিকে তাকালে নাকি চরিত্রে অযথা কলঙ্ক লাগে।