বাড়িতে ঠিক কোথায় রাখবেন গণেশ মূর্তি? কোন রং বাছবেন?
September 6, 2024
Published by: ABP Ananda
সিদ্ধি দেন গণেশ। প্রচলিত বিশ্বাস যে, কোনও কাজে সাফল্য পেতে গণেশের আশীর্বাদ প্রয়োজন হয়।
বাড়িতে, অফিসে বা গাড়িতে অনেকেই ভগবান গণেশের মূর্তি রাখেন
কিন্তু যে কোনও গণেশের মূর্তিই কি বাড়িতে রাখা ভাল?
বাড়িতে গণেশের মূর্তি আনার আগে দেখে নিতে হবে বেশ কিছু দিকে।
বাস্তশাস্ত্র অনুযায়ী পশ্চিম, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিকে রাখা উচিত গণেশের মূর্তি
অনেকসময় বলা হয় ঘরে ঢোকা বা বেরনোর দরজার দিকে মুখ করে রাখা উচিত গণেশের মূর্তি
বসে থাকা অবস্থায় গণেশের মূর্তি পুজো করাই ভাল বলে মনে করছেন বাস্তবিদরা
শয়নকক্ষে গণপতি মূর্তি রাখা উচিত নয় বলে মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা। এছাড়াও গ্য়ারেজ বা সিঁড়ির নীচে কোথাও রাখা উচিত নয়।
ঘরে রেখে পুজো করার জন্য সাদা রঙের গণপতি মূর্তিই ঠিক। অথবা সিঁদুর-রঙা গণেশ মূর্তিও রাখা যায়।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।