এত কিছু করেও চুলের হাল কিছুতেই ফিরছে না, চুল ঝরার বিরতি নেই ক্রমশ সৌন্দর্য হারাচ্ছে চুল

চিরুনিতেই লুকিয়ে নেই তো চুলের যাবতীয় সমস্যার কারণ?

চুলের যত্ন নেওয়ার পাশাপাশি চিরুনিটিরও খেয়াল রাখতে হবে চিরুনির ব্যবহারে মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় থাকে

চিরুনির নিরন্তর ব্যবহার চুলের ক্ষতি করে তাই চিরুনি পরিষ্কার রাখা জরুরি

চিরুনি পরিষ্কার করতে টুথব্রাশ ব্যবহার করতে পারেন চিরুনির গায়ে জমে থাকা ময়লা দূর হয়ে যাবে

নোংরা চিরুনি দিয়ে চুলের যত্ন নেওয়ার কথা ভাবলে উপকারের থেকে ক্ষতি হবে বেশি

তাই চিরুনি ব্যবহারের ক্ষেত্রে সদাসতর্ক হতে হবে তাহলে চুলের গুণগতমান বজায় থাকবে