জগন্নাথদেবের রত্নভাণ্ডার সম্পর্কে বহু মানুষের অসীম আগ্রহ। কেউ বলেন এই রত্নভাণ্ডারে আছে বৈদূর্য মণি, কেউ বলেন এতে আছে অমূল্য রত্ন জগন্নাথ দেবের রত্নভাণ্ডারের দরজা খুলেছে ৪৬ বছর পর। রথযাত্রার পর। কিন্তু তাতে কী কী মণিমানিক্য আছে, এখনও জানেন না সাধারণ মানুষ টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক রিপোর্ট বলছে, এতে আছে সাঙ্ঘাতিক সব অস্ত্র। ওই রিপোর্টে প্রকাশ, যুদ্ধে ব্যবহৃত তলোয়ার, বর্শা সহ বহু শতাব্দীপ্রাচীন অস্ত্র। TOI সূত্রে প্রকাশ, ১৪ জুলাই রত্ন ভান্ডারে কিছু প্রাচীন মূর্তি পাওয়া গিয়েছে। যার মূল্য অপরিসীম। জানা গিয়েছে, রত্নভাণ্ডারে আছে এমন কিছু অস্ত্র, যার বুকের কাছে ধরা নানা ধারাল অস্ত্র। অস্ত্রগুলি খুব ভারী ছিল এবং মরিচা পড়া, জানিয়েছেন নির্দিষ্ট কমিটির সদস্য আপাতত অস্থায়ী স্ট্রংরুমে যুদ্ধের জিনিসপত্র সিল করে রাখা আছে।