হনুমান জয়ন্তী পালিত হবে ২৩ এপ্রিল, মঙ্গলবার । হনুমান জয়ন্তী ভগবান হনুমানের জন্মদিন । এদিন বৃহস্পতি এবং শুক্র একত্রিত হলে গজলক্ষ্মী রাজযোগ গঠিত হচ্ছে। বজরংবলীর পাশাপাশি মিলবে দেবী লক্ষ্মীর আশীর্বাদও। মেষ রাশির জাতক হলে হনুমান জয়ন্তীতে দেবী লক্ষ্মীর কৃপায় আর্থিক সুবিধা পাবেন। মিথুন রাশির জাতক হলে কেরিয়ারে বড় সুযোগ আসতে পারে। পুরনো আইনি বিবাদের সমাধান হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের উন্নতির পথে আসা সমস্ত বাধা দূর হবে। কুম্ভ রাশির জাতক হলে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। দাবিত্যাগ: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে।