পঞ্জিকা অনুসারে, প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হয়।



ভক্তদের বিশ্বাস , সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় হনুমান জয়ন্তী পালনে



১২ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত রয়েছে হনুমান জয়ন্তীর তিথি রয়েছে।



হনুমানজির আশীর্বাদে সেদিন কোন কোন রাশির কপাল যাবে খুলে , দেখে নেওয়া যাক।



রাশি মেষ হলে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে । বৃষ রাশি হলে যকৃতে সমস্যা বাড়তে পারে।



মিথুন রাশি হলে নিকটে ভ্রমণে যেতে পারেন । কর্কট রাশির জাতকরা প্রবঞ্চনায় শিকার হতে পারেন।



সিংহ রাশির বুকে ব্যথা হতে পারে। কন্যা রাশি ঋণ থেকে মুক্তি পেতে পারেন।



তুলা রাশির হলে উপদ্রব বৃদ্ধি হতে পারে । বৃশ্চিক রাশি হলে বন্ধুর সাহায্য পাবেন।



ধনু রাশি হলে মানসিক শান্তি পাবেন। মকর রাশি হলে বীরের মতো কাজ করবেন।



কুম্ভ রাশি হলে শিল্পে সুখ্যাতি হতে পারে। মীন রাশি আর্থিক সুবিধা পেতে পারেন।



সূত্র : বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা