হিন্দু ধর্মে অনেক দেব-দেবী , বিশ্বাস , সব থেকে কাছে অধিষ্ঠান করেন বজরঙ্গবলী।



রামচন্দ্রের আশীর্বাদে তিনি চিরঞ্জীবী। ভগবান হনুমানকে শক্তি দাতা বলা হয়ে থাকে।



বিশ্বাস, ভগবান হনুমানকে স্মরণ করলে, দুঃখ-কষ্ট দূর হয়ে যায়, সব পীড়া নাশ হয়।



মানসিক শান্তি পেতে, ইঁদুরদৌড়ে ডিপ্রেশনের কবলে না পড়তে হনুমানজির পুজো করা দরকার



অন্যের ক্ষতি করার চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে পাঠ করা দরকার হনুমান চালিশা।



হনুমানজীর আরেক নাম সঙ্কটমোচন । তিনি মাথার উপর থেকে বিপদ কাটিয়ে দেন অনেকেরই।



হনুমানজীর কৃপা পেতে গেলে আগে রামচন্দ্রকে তুষ্ট করতে হয়।



কোনও কাজে সাফল্য পেতে ভগবান হনুমানকে লাল বা গেরুয়া পতাকা নিবেদন করা যেতে পারে।



মন্দিরে এরকম পতাকা উত্তোলন করলে কাজে বাধা দূর হবে।