হনুমানজি ভক্ত বৎসল। সবার ডাকেই সাড়া দেন, যদি তাঁর অন্তরে থাকে সততা। তবু মনে করা হয় এই ৫টি রাশির জাতকরা হনুমানজির প্রকৃত ভক্ত। আসুন জেনে নিই সেই রাশিগুলো কোনগুলি মেষ রাশি- মেষ রাশির জাতকরা হনুমানজির প্রকৃত ভক্ত। মেষ রাশি হল মঙ্গল গ্রহের রাশি, অর্থাৎ এই রাশির শাসক গ্রহ হল মঙ্গল। এঁদের সদাই সহায় হনুমানজি। সিংহ রাশি - সিংহ রাশির জাতকরা সর্বদা হনুমানজির আশীর্বাদ পান। সিংহ রাশির জাতক জাতিকারা পূর্ণ হৃদয় ও ভক্তি সহকারে হনুমান জির পূজা করেন। বৃশ্চিক রাশির জাতকরা হনুমানজির প্রকৃত ভক্ত। এই রাশির অধিপতি মঙ্গল। তার তেজ হনুমানজির মতো। ধনু রাশির জাতকরা হনুমানজির প্রকৃত ভক্ত। এই রাশির অধিপতি বৃহস্পতি। এই রাশির মানুষদের জ্ঞান অগাধ। এঁদের প্রতি দয়ালু হনুমানজি। মকর রাশির জাতকরা হনুমানজির আশীর্বাদ পান সহজে। মকর রাশির অধিপতি হলেন শনিদেব, তাই এই রাশির মানুষদের উপর সর্বদা হনুমান জির আশীর্বাদ থাকে।