যারা নখ অপরিষ্কার রাখে তাদের কৃপা করে না শনিদেব। এদের জীবন কাটে দুর্দশায়

অকারণে কাউকে মজার পাত্র বানানো পছন্দ নয় শনিদেবের । এদের সাফল্য পাওয়ার জন্য উদগ্রীব থাকতে হয়

মহিলা ও বয়স্কদের যারা অপমান করে তারাও শনির প্রকোপ থেকে বাঁচে না

বিশেষভাবে সক্ষমদের যারা শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করে তাদের ওপরও রেগে থাকে শনিদেব

কালো কুকুর ও গরুদের যারা বিরক্ত করে তাদেরও কখনো আশীর্বাদ করে না শনিদেব

অন্যের ধন-সম্পত্তিতে যারা খারাপ দৃষ্টি দেয় বা চুরি করে তাদের শনির অশুভ দৃষ্টির সামনে পড়তে হয়

ধার নেওয়ার পর সেই টাকা শোধ না করলেও শনিদেব ক্ষুব্ধ হয়

যে যেমন কর্ম করে তার ভিত্তিতে ফল দেয় শনিদেব

যদি আপনি অলস থাকেন বা কাজে অবহেলা করেন তাহলে আপনার উন্নতিতে বাধা আসতে পারে

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না