শনি মহা মন্ত্র সব দুর্দশা, দুর্গতি কাটিয়ে দিতে পারে।



আপনার সমস্ত বাধা উদ্বেগ দূর করতে পারে।



শনি মহা মন্ত্র শনি দেবের আশীর্বাদ পেতে সাহায্য করবে।



শনি মহা মন্ত্র জপ করে বিপদ কাটিয়ে উঠতে পারবেন খুব শিগগিরি ।



শনি মহা মন্ত্র পাঠ করা কুণ্ডলীতে শনির দোষ কাটিয়ে দেয়।



মনে রাখুন, শনিদেব অযথা অন্যকে বিরক্ত করেন না।



শনি মহা মন্ত্র পাঠ করার সেরা সময় প্রতিদিন সকাল সন্ধ্যা।



এই মন্ত্রটি জপ করতে হবে ১০৮ বার



যে কেউ এই মন্ত্র পাঠ করতে পারেন।



মন্ত্রটি হল - 'ওম নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রং যমাগ্রজম।
ছায়ামার্তণ্ড সংভূতং তং তমামি শনৈশ্চরম।।'