২০২৪ সালের কৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে আগামী সোমবার। এদিন সকলে সন্তানস্নেহে গোপালের পুজো করেন।



জ্যোতিষ নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁদের কেউ কেউ মনে করছেন, এদিন কয়েকটি রাশির উপর বিশেষভাবে সদয় হবেন গোপাল।



কৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে ২৬ অগাস্ট। রাত ১১ টা ২০ থেকে ১২ টা ০৬ এর মধ্যে পুজো করতে পারলে সবথেকে ভাল।



বৈদিক জ্যোতিষ অনুসারে, ভগবান কৃষ্ণর নিজের রাশি বৃষ। এঁদের কোনও সমস্যা বা বাধার সম্মুখীন হতে দেবেন না শ্রীকৃষ্ণ।



জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যদ্বাণী অনুসারে, এইবার জন্মাষ্টমী তিথিতে পেশাগত জীবনে উল্লেখযোগ্য উন্নতি হতে পারে এই রাশির জাতকদের।



পৌরাণিক বিশ্বাস অনুসারে, কর্কট রাশির জাতক জাতিকারা এবার জন্মাষ্টমী তিথিতে সৌভাগ্য়ের অধিকারী হবেন।



সৌভাগ্য এবং সমৃদ্ধি পাবেন গোপালের আশীর্বাদে। শ্রীকৃষ্ণ আপনাকে সমস্যা থেকে বের করে আনবেন।



সিংহ রাশির জাতকরা কঠোর পরিশ্রমের ফল পাবেন। প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং স্বীকৃতি পাবেন।



হিন্দু পুরাণ বিশ্বাস করে যে তুলা হল ভগবান কৃষ্ণের প্রিয় রাশিগুলির মধ্যে একটি।