গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের সপ্তম মাস জুলাই জ্যোতিষশাস্ত্র অনুসারে, জুলাইয়ে গতিপথ বদলাবে একাধিক গ্রহ। যার প্রভাব পড়বে রাশির ওপর কিন্তু, কিছু রাশি গ্রহের প্রভাবে ভাল ফল পেতে চলেছে জুলাইয়ে এই রাশিগুলির ভাগ্য হবে সহায়। চলুন জেনে নেওয়া যাক এই রাশিগুলি সম্পর্কে জুলাইয়ে মেষ রাশির জাতকদের কেরিয়ার গ্রাফ বাড়বে। আশানুরূপ উন্নতি হবে বৃষ রাশিদেরও এই মাসটি দুর্দান্ত কাটবে। আপনি ধন উপার্জনের পাশাপাশি তা সঞ্চয়ও করতে পারবেন এই মাসে চাকরির একাধিক অফার পেতে পারে সিংহ রাশির জাতকরা। ব্যবসাতেও হবে লাভ জুলাইয়ে ধনলাভের যোগ তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির জাতকদের পদ-প্রতিষ্ঠা বাড়বে, ধনলাভ হতে পারে মীন রাশির জাতকদের ডিসক্লেমার : এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। বিশেষজ্ঞের পরামর্শ নিন