অর্থ ছাড়া জীবনে চাহিদাপূরণ অসম্ভব। ঠিকমতো বাঁচতে অর্থ প্রয়োজন



টাকার চাহিদা কখনই শেষ হয় না। প্রয়োজনে অর্থ ব্য়য় করতেই হয়, আর তার জন্য উপার্জন গুরুত্বপূর্ণ



দান অর্থ ব্যয় করার সর্বোত্তম উপায়। দান সম্পদ কমায় না- এমনটাই বলা রয়েছে চাণক্য নীতিতে



যেটা ঠিক, সেখানে অর্থ বিনিয়োগ করতেই হবে। সম্পদের সুরক্ষা সর্বাগ্রে- রয়েছে চাণক্য নীতিতে



দান করা ছাড়াও বিনিয়োগ করাও সমান গুরুত্বপূর্ণ। তাহলে ভবিষ্য়তে কারও কাছে হাত পাততে হবে না



উপার্জনের জন্য জ্ঞান আবশ্যক। ঠিক সময়ে ঠিক জ্ঞান থাকলে অর্থাগম সহজ হয়



অর্থ থাকলেও তার প্রকাশ লাগামহীন হওয়া উচিত নয়। তেমন করলেই সদয় হল মা লক্ষ্মী।



নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক ভাবে উপার্জিত অর্থ দীর্ঘমেয়াদি হয়। অনৈতিক উপায়ে অর্জিত অর্থ সঙ্গে থাকে না



সম্পদের উপর শ্রদ্ধা দেখাতেই হবে। অযথা ব্যয় নয়। তাহলেই দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। এমনটাই রয়েছে চাণক্যনীতিতে



ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না।