বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব কুম্ভ ও মকর রাশির অধিপতি। দীপাবলির পরে নভেম্বর মাসে শনি ফের গোচর হবে। শনি গতির অভিমুখ পরিবর্তন করবে। তিন রাশির জাতক জাতিকারা লাভবান হবেন। শনির একটি বিরল রাজযোগ মেষ রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। আয়ের নতুন পথ খুলে যাবে। স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তবে ধমনতেরসের পরে করুন। বিরল রাজযোগ মকর রাশির মানুষদেরও প্রভাবিত করবে। এই সময়ে জাতকরা অনেক ভালো খবর পেতে পারেন। আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। ব্যক্তিত্বে একটি ভাল পরিবর্তন আসবে। বৃষ রাশির জাতকদের জন্য শনির বিরল রাজযোগ খুবই অনুকূল ব্যবসায় ভাল উপার্জন করবে । কর্মক্ষেত্রে অনেক নতুন দায়িত্ব পেতে পারেন। ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।