কিছু সংকেতে অনায়াসেই চিনে নিন লিভারের অবস্থা। যা চিনতে পারলে আপনি সময়মতো সতর্ক হতে পারবেন।



যদি আপনি কোন কারণ ছাড়াই ক্লান্তি অনুভব করেন, তাহলে সতর্ক থাকুন



মুখ বা চোখের সাদা অংশে হালকা পীতাভ বা হলুদ হতে শুরু করলে সতর্ক থাকুন



যদি আপনার প্রায়ই পেটের ডানদিকে ভারীভাব, ফোলাভাব অনুভব হয়।



বিশেষ করে খাওয়ার পর পেট ফুলে থাকলে খেয়াল রাখুন।



যদি ক্রমাগত খিদে কমে যায় বা খাওয়ার প্রতি আগ্রহ কমে যায়, তাহলে সতর্ক হতে হবে



লিভারের স্বাস্থ্যকে উপেক্ষা করা মোটেও ভালো নয়। খেয়াল রাখুন ত্বকেরও।



লিভারের সমস্যা হলে ত্বকের জ্বালা বা চুলকানি বাড়তে পারে।



এই সব লক্ষণ দেখলেই সতর্ক থাকুন।