কুবেরকে সন্তুষ্ট করার ৩টি মন্ত্র হল অমোঘ, অষ্ট-লক্ষ্মী ও ধন প্রাপ্তি।



অমোঘ মন্ত্র-ওঁ যক্ষ কুবেরায় বৈশরাবণ্য ধনধনায়ধীপতায় ধনাধনায়সমৃদ্ধি মে দেহি দেপায় স্বহা।।



অষ্ট-লক্ষ্মী মন্ত্র-ওঁ হ্রীং শ্রীং ক্রীং শ্রীং কুবেরায় অষ্ট-লক্ষ্মী মম গৃহে ধনং পুরয় পুরয় নমঃ।।



ধন প্রাপ্তি মন্ত্র-ওঁ শ্রীং হ্রীং ক্রীং শ্রীং ক্রীং বিত্তেশারায় নমঃ।। (ছবি ঋণ- গেটি)



দক্ষিণ দিকে মুখ করে বসে অমোঘ মন্ত্র ১০৮ বার জপ করুন। (ছবি ঋণ- গেটি)



কলা গাছের নিচে বসে একলক্ষ বার জপ করলে সমস্ত আর্থিক সমস্যা দূর হয়। (ছবি ঋণ- গেটি)



বিশ্বাস, টানা ৩ মাস এই মন্ত্রের জপে কোনওদিন টাকার অভাব হয় না। (ছবি ঋণ- গেটি)



অষ্ট-লক্ষ্মী মন্ত্রটি প্রতি শুক্রবার রাতে ঘুমনোর আগে জপ করুন। সৌভাগ্য ফিরবে। (ছবি ঋণ- গেটি)



ধন প্রাপ্তি মন্ত্রটি নিয়মিত জপ করলে আর্থিক অবস্থার উন্নতি হয়। (ছবি ঋণ- গেটি)



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।