লক্ষ্মী নারায়ণ রাজ যোগে ভাগ্যের দরজা খুলে যাবে কয়েকটি রাশির



মীন রাশিতে বুধের গোচরের কারণে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হবে।



বৃহস্পতি এবং বুধ উভয়ই মীন রাশিতে উপস্থিত, তাই তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ যোগ ।



বুধের গোচরের পরে এই যোগের সুফল পাবেন ৩ রাশির জাতক জাতিকা ।



বেকারদের চাকরি খোঁজা সার্থক হবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে মিথুন রাশির।



মিথুন রাশির আয়ও বৃদ্ধি পাবে এবং আর্থিক দিকটি আরও শক্তিশালী হবে।



চাকরি ও ব্যবসার পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও অগ্রগতি হবে কর্কট রাশির।



কর্কট রাশির দেশে ও বিদেশে ভ্রমণের সুযোগ তৈরি হবে।



কুম্ভ রাশির আয়ের বিভিন্ন উৎসও বেরিয়ে আসবে।



আর্থিক সংকটের সমাধান হবে কুম্ভ রাশির



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই।