নিজের ভালো নয়, অন্যের ক্ষতি দেখাতেই কিছু মানুষের আনন্দ।



তাঁরা নিজের নাক কেটেও পরের যাত্রাভঙ্গ করে দারুণ তৃপ্ত হন।



এমন কিছু মানুষ আছেন, যাঁরা যেভাবেই হোক হাত ধুয়ে অন্যের পিছনে পড়ে থাকেন।



এই বিষয়ে জ্যোতিষশাস্ত্রে কয়েকটি রাশির উল্লেখ থাকলেও, এই রাশির অন্তর্ভুক্ত সকলে মোটেই এমন স্বভাবের নয়



মেষ রাশি - অন্য কেউ সাফল্যে তাদের থেকে এগিয়ে থাকলে, ভেতরে ভতরে জ্বলে পুড়ে খাক হয় এরা



এই রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রম করে, কিন্তু উপযুক্ত পুরস্কার না পেলে সহ্য করতে পারে না।



প্রশংসা না পেলেই এদের মাথায় আগুন জ্বলে, সমালোচনা সহ্য করতে পারে না এরা



জীবনসঙ্গীর প্রতি ঈর্ষান্বিত হয় এই রাশির জাতকরা । তারা সবসময় নিয়ন্ত্রণে রাখতে চায় অন্যকে।



নিজেরা সফল হোক না হোক, অন্যের সাফল্য এদের কাছে বিষের সমান।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই।