ভগবান গণেশ, মা দুর্গার আদরের সন্তান। শিবের আশীর্বাদধন্য।



মহাদেবের কৃপায় , সবার আগে পুজো পান গণেশ ।



ভগবান গণেশের কৃপায় সব বিঘ্ন দূর হয়ে যায়। তিনি সিদ্ধিদাতা। সাফল্যের দেবতা।



তাই কোনও কাজ করার আগে ভগবান গণেশের পুজো করা হয়।



গণেশ তাঁর ভক্তদের দুঃখ দূর করেন এবং সুখ ও সমৃদ্ধি প্রদান করেন।



ভগবান গণেশের পুজো সকলেই করেন, কিন্তু তিন রাশির জন্য গৌরিপুত্রর পুজো করা খুবই ফলদায়ক।



মনে করা হয় ৩ রাশির উপর তাড়াতাড়ি সদয় হন গণপতি। তাঁদের সিদ্ধি-বুদ্ধি দেন।



ভগবান গণেশের প্রিয় রাশিগুলির মধ্যে মেষ রাশি অন্যতম। যখন কঠিন সময় আসে, গণেশের আশীর্বাদে তাঁরা ধৈর্য রাখতে পারেন।



মিথুন রাশির জাতকরা তাদের ব্যবসা বা শিক্ষা ক্ষেত্রে সফল হতে পারেন সিদ্ধিদাতার আশীর্বাদে।



রাশি মকর হলে গণপতির আশীর্বাদ থাকে সঙ্গে। এঁরা অন্যকে ঠকান না। পরাজয় মেনে নেন না।