২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এদিন সকলেই মহাদেবের আরাধনা করেন।



কোনো কোনো জ্যোতিষশাস্ত্রবিদ মনে করেন, কয়েকটি রাশি শিব ঠাকুরের বেশি প্রিয়।



বলা হয়, ভগবান শিব স্বল্পেই সন্তুষ্ট হন। তাই যাঁরা শুদ্ধ মনে শিবের সাধনা করেন, তাঁরাই আশিস পান।



মেষ রাশি- ভগবান শিব মেষ রাশির জাতক জাতিকাদের খুব পছন্দ করেন। এঁদের সব কাজ ভগবান শিবের কৃপায় সম্পন্ন হয়।



মহাদেবের আশীর্বাদে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের সমস্ত ঝামেলা কেটে যায়।



বৃশ্চিক রাশির জাতকদের উপর ভোলানাথের বিশেষ আশীর্বাদ রয়েছে। এই রাশির জাতক জাতিকারা স্বভাবতই খুব সাহসী



এই রাশির জাতক জাতিকারা কোনও কঠিন পরিস্থিতিকে ভয় পান না।



মকর রাশির অধিপতি হলেন শনিদেব। এই রাশির জাতকরা শিবের আশীর্বাদধন্য।



কুম্ভ রাশিও ভগবান শিবের প্রিয় রাশিচক্রগুলির মধ্যে একটি। এঁদের শিবকে খুশি করার জন্য খুব বেশি প্রচেষ্টা করতে হয় না।



মীন রাশির জাতকদের মধ্যে ঐশ্বরিক চেতনা বেশি। তাই তারা ভগবান শিবের আশীর্বাদ লাভ করেন।