শনি সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। তাই যে কোনও গ্রহের উপর শনির প্রভাব দীর্ঘস্থায়ী। শনি ১৫ নভেম্বর সরাসরি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। কালীপুজো পড়েছে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার। ৩:৫২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। দীপাবলির পরে বৃষ রাশির জাতকদের শনির সরাসরি গতি ইতিবাচক ফল দেবে। ভালো খবর পেতে পারেন। চাকরিতে উন্নতি করবেন। মিথুন রাশির জাতকদের জন্য শনির প্রত্যক্ষ গতি শুভ প্রভাব ফেলবে। একের পর এক ভালো খবর পাওয়া যাবে। জীবনে সুখ এবং সমৃদ্ধি বাড়বে। শনির সরাসরি গতি কুম্ভ রাশির জাতকদের জীবনে প্রভাব ফেলবে। অপ্রয়োজনীয় খরচ কমবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। শনির প্রত্যক্ষ গতি মীন রাশির জাতকদের জন্য ইতিবাচক ফল দেবে। কর্মজীবন ও ব্যবসায় উন্নতি লাভ করবেন। অর্থনৈতিক অবস্থাও শক্তিশালী হবে।