বয়ঃসন্ধিতে ঘন ঘন প্রেমে পড়ি আমরা কারও জীবনে আবার প্রেম আসে বেড়াতে গিয়ে বিশেষ কিছু রাশির জাতকের কথা বিশেষ ভাবে উল্লেখ্য বেড়াতে গিয়ে প্রেমে পড়া এঁদের বাকেট লিস্টে থাকে তথাকথিত নিয়মে বাঁধা কিছু পছন্দ নয় এঁদের মকর রাশির জাতকরা রোমাঞ্চ পছন্দ করেন বেড়াতে গিয়ে প্রেমে পড়া এঁদের কাছে স্বপ্নের মতো মেষ রাশির জাতকরা সত্যিকারের ভালবাসা খোঁজেন অচেনা মানুষ হঠাৎ খুব চেনে হয়ে ওঠে এঁদের কর্কট রাশির জাতকরা অচেনা জায়গায় প্রেম খোঁজেন