রাত পোহালেই মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা

মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু

কাল সকাল থেকেই বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলবে তর্পণ

শাস্ত্রমতে ও লোককথা বিশ্বাস বলে, তৃপ্তিদানই তর্পণের মূল কথা

তৃণখণ্ড থেকে শুরু করে পৃথিবীর সব প্রাণী
যেন জল পেয়ে তৃপ্তিলাভ করে এই বার্তাও তর্পণের অন্তর্নিহিত স্বরূপ


শাস্ত্র ও বিশেষজ্ঞরা বলেন, তর্পণ করার জন্য মহালয়ার মতো পবিত্র লগ্ন আর নেই, এক মহালগ্ন মহালয়া

তর্পণের জন্য কুশ ও কালো তিল, যব প্রয়োজন
না পেলে শুধু জল সহযোগেও তর্পণ করার রীতি রয়েছে


বিশ্বাস, দেবীপক্ষের প্রাক্কালে পূর্বপুরুষদের আত্মা স্ব-স্বলোকে ফিরে যান, তাঁদের তৃপ্তিদান করতে পারলে জীবিত স্বজনের বড় পুণ্যলাভ হয়