আঙুলে তিল থাকলে নানা সম্ভাবনা থাকে।

কী বলছে এই বিষয় নিয়ে জ্যোতিষশাস্ত্র ?

বুড়ো আঙুলে তিল থাকলে তাঁরা সাহসী হয়।

প্রেমের সম্পর্কেও পড়তে পারেন বারংবার।

এদের আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকে।

অনামিকায় তিল থাকলে বাস্তববাদী হন।

হাতের তালুতে তিল থাকলে নাম যশ হয়।

মধ্যমায় তিল থাকলে অর্থের অভাব হয় না।

কনিষ্ঠায় তিল থাকলে আত্মবিশ্বাসী হন।

অনেক সম্পত্তির অধিকারী হতে পারেন।