দুঃখে গলা ছেড়ে
কাঁদেন কেউ কেউ


কেউ কেউ আবার
ভিতরে ভিতরে দগ্ধ হন


দুঃখে আবার খিদে
বেড়ে যায় অনেকের


কিছু রাশির জাতক
এব্যাপারে উল্লেখযোগ্য


কর্কট: মন ভাঙলে খাবারকে
আপন করে নেন এঁরা


খাবারের মধ্যেই জীবনের
স্বাদ খোঁজেন এঁরা


কুম্ভ: দুঃখের সময় নিজেকে
গুটিয়ে নেন এঁরা


ক্ষত সারাতে খাবারই
হয়ে ওঠে আশ্রয়


মেষ: মন ভাঙলে এঁরা তা
ব্যক্ত করতে পারেন না


খাবারের মধ্যে ডুবে যান
যন্ত্রণা এড়াতেই


তুলা: দুঃখের সময় এঁরা
একলা করে নিন নিজেকে


খেতে খেতেই ঠিক-ভুল
বিশ্লেষণ করতে বসেন
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)