২০২৫ সাল আসতে আর বেশি দেরি নেই।



মাস ঘুরলেই নতুন একটা বছর । আর নতুন বছর মানেই নতুন প্রত্যাশা ।



নিউমেরোলজি বলছে, ২০২৫ সালটি ৩ টি জন্ম তারিখের জন্যই খুব লাকি



২০২৫ এর সংখ্যাগুলি যোগ করলে আপনি পাবেন ৯ ।



নিউমেরোলজিস্টজের মতে, যাঁদের জন্ম তারিখের যোগফল ৯, তারা এবছরটা দারুণ কাটাবেন।



যাঁদের জন্মতারিখ ৯, তা যে মাসেরই হোক না কেন, ২০২৫ সাল তাদের জন্য লাকি



জন্মতারিখ যদি হয় ১৮, তাহলেও তো যোগফল ৯। তাই ২০২৫ সাল আপনার জন্যও লাকি !



আর জন্মতারিখ যদি হয় ২৭, সেখানেও ৭ আর ২ এর যোগফল ৯। তাই ২৭ তারিখে জন্মালেও ২০২৫ খুব লাকি হবে।