অনিচ্ছা সত্ত্বেও ইঁদুর দৌড়ে
শামিল হয়ে গিয়েছি আমরা


কর্মজীবন, ব্যক্তিগত জীবন,
সবকিছু ঘেঁটে একাকার


কিছু রাশির মানুষ একেবারেই
মানিয়ে নিতে পারেন না এর সঙ্গে


২০২৪ সালে পৌঁছে গেলেও,
সেকেলে ধীরস্থির জীবনই পছন্দ এঁদের


মেষ রাশির জাতকরা দৌড়ঝাঁপের
চেয়ে ভাবনায় ডুবে যেতে চান


ব্যস্ত জীবন ছেড়ে এঁরা
সাদামাটা জীবনের স্বপ্ন দেখেন


তুলা রাশির জাতকরা
যাযাবর জীবনের স্বপ্ন দেখেন


ঘড়ি ধরে চলার পরিবর্তে
হারিয়ে যাওয়া পছন্দ এঁরা


সিংহ রাশির জাতকরা
দক্ষতায় কারও চেয়ে কম যান না


কিন্তু ইঁদুর দৌড় থেকে
দূরে থাকেন সচেতন ভাবেই


কর্কট রাশির জাতকরা সময়
এবং টাকার কদর জানেন


কিন্তু তার চেয়েও বেশি
কদর করেন আবেগ, অনুভূতির