জীবনে প্রেম কখনও
বলে-কয়ে আসে না


মনের মিল হয় যেমন,
মন ভাঙেও আমাদের


তবে ভেসে যাওয়ার মতো
প্রেম কখনও কখনওই হয়


২০২৫ সালে কিছু রাশির জীবনে ভাসিয়ে
নিয়ে যাওয়ার মতো প্রেম আসতে পারে


মেষ: ২০২৫ মেষ রাশির জাতকদের জন্য
একেবারে অন্যরকম হতে চলেছে


জীবনে প্রেম আসবেই না শুধু,
ভাসিয়ে নিয়ে যাবে এঁদের


দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে বেরিয়ে আসুন,
ভালবাসুন, ভালবাসা গ্রহণ করুন


কর্কট: এমন প্রেমও হয়!
বিশ্বাস হবে না প্রথমে


কিন্তু আপনার খেয়াল রাখার
মানুষ এবার হাজির হতে চলেছেন


নিজের অনুভূতি লুকিয়ে না রেখে,
ভালবাসাকে গ্রহণ করতে শিখুন


তুলা: ভালবাসা সুখ বয়ে
আনবে আপনার জীবনে


আপনাকে বোঝার মানুষ
দাঁড়িয়ে রয়েছে দরজায়


নিজের কথা ভাবুন,
ভাল থাকুন, ভালবাসুন
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)