প্রেমানন্দ মহারাজের চিন্তাভাবনা জীবনকে উন্নত করতে জীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে

অনেকসময় দেখা যায় সকলের সঙ্গে ভাল ব্যবহার করলেও আপনার সঙ্গে খারাপ হয় এ প্রসঙ্গে জীবনদর্শন জানিয়েছেন প্রেমানন্দজি মহারাজ

অনেক ক্ষেত্রেই দেখা যায় ভালো করলেও বদলে খারাপ কাজ করে প্রেমানন্দ জির চিন্তাভাবনা আমাদের জানা যাক

প্রেমানন্দ জি মহারাজ বলেছেন, ঈশ্বর আমাদের সব দিয়েছেন এই সবই ঈশ্বরের দেওয়া, তাই ভাল কিছু দিলে বিনিময় রাখা উচিত নয়

তাঁর কথায়, কারও জন্য কিছু করলে তা মন থেকেই করা উচিত বিনিময়ে কিছু পেতে পারেন এই আশা রেখে কিছু করা উচিত নয়

এটা ভাবতে হবে আমরা ভালো করেছি, বিনিময়ে আমাদের কিছু নেওয়ার নেই কেউ খারাপ করলে তার পাপের কর্ম সে নিজেই পাবে

কারও জন্য কিছু করলে সেটা নিয়ে ভাবলে তা অহংকার তুল্য বিনিময়ের ভাবনা ছেড়ে জাগতিক অনুভূতি ত্যাগ করে জীবনে এগিয়ে চলা উচিত