২০২৫ সালে শনির রাশি পরিবর্তন ঘটবে ২৯শে মার্চ। বৃহস্পতির আশীর্বাদধন্য মীনে যাবেন শনি।
ABP Ananda

২০২৫ সালে শনির রাশি পরিবর্তন ঘটবে ২৯শে মার্চ। বৃহস্পতির আশীর্বাদধন্য মীনে যাবেন শনি।



শনিকে কর্মফল দাতা বলা হয়। শনি শুধুই যে রেগেমেগে ক্ষতি করেন এমন নয়।
ABP Ananda

শনিকে কর্মফল দাতা বলা হয়। শনি শুধুই যে রেগেমেগে ক্ষতি করেন এমন নয়।



সাড়ে সাতিতে শনি কাকে ভোগাবেন, তা নির্ভর করে , সেই রাশির কর্মফলের উপরই
ABP Ananda

সাড়ে সাতিতে শনি কাকে ভোগাবেন, তা নির্ভর করে , সেই রাশির কর্মফলের উপরই



মকর রাশির জাতকরা যাঁরা সমস্যায় ছিলেন , তাঁরা মুক্তি পেয়ে স্বস্তি পাবেন। শনি তাঁদের দুই হাত ভরিয়ে দেবেন।
ABP Ananda

মকর রাশির জাতকরা যাঁরা সমস্যায় ছিলেন , তাঁরা মুক্তি পেয়ে স্বস্তি পাবেন। শনি তাঁদের দুই হাত ভরিয়ে দেবেন।



ABP Ananda

শনির ধইয়া থেকে স্বস্তি পেয়ে ভাগ্য চমকাবে কর্কট রাশির। হু হু করে ঢুকবে অর্থ। সমাজে পাবেন মান।



ABP Ananda

বৃশ্চিক রাশির জাতকরাও যদি ভাল কাজ করেন, তাহলে তাঁদের উপর থেকে ধাইয়ার প্রভাব কেটে যাবে।



ABP Ananda

শনিদেবতার কৃপা পাবেন তাঁরাই, যাঁরা ভাল কাজ করবেন।



ABP Ananda

মনে রাখতে হবে শনির দশার প্রভাব থেকে কিছুটা রেহাই মিললেও, সুকর্ম করলে তবেই ভাল দিন আসবে।



ABP Ananda

আর যাঁরা শনির সাড়ে সাতি বা ধাইয়ায় আছেন, তাঁরাও ভাল থাকবেন যদি সৎ পথে থাকেন



শনি কর্মফলের দেবতা। তিনি শুধু ভাল কাজের ভাল ফল দেন, খারাপ কাজের খারাপ ফল দেন।