১৮ মে রাত ৭টা ৩৫ মিনিটে কুম্ভ রাশিতে গোচর করবে রাহু

এর জেরে ভাল ফল পাবে না তুলা রাশি

তুলা রাশি- খরচ বাড়বে। ভাবমূর্তির ক্ষতি হতে পারে

রাহুর গোচরের পর সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশির জাতকদের। ব্যবসায় বাধা আসতে পারে

তবে, কোনো বিশেষ ব্যক্তির সান্নিধ্য়ে সাফল্য মিলতে পারে। কাজে গতি আসবে

ধনু রাশির জাতকদের এই পরিবর্তন শুভ ফলদায়ক হবে

ধনু রাশি- বিয়ে বা প্রেম-সংক্রান্ত বিষয়ে মুখে হাসি ফোটাবে রাহু

মানসিক উদ্বেগ কেটে যাবে। মনের ইচ্ছা পূরণ হবে

হঠাৎ সমস্যা কেটে যাবে কন্য়া রাশির। আটকে থাকা কাজ শেষ হবে। শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন

বিবাহিত জীবনে সমস্যা হতে পারে সিংহ রাশির জাতকদের