নতুন বছরের প্রতীক্ষা। বছরের প্রথ পুজো , সরস্বতী পুজো।



শীতকালে বাগদেবীর আরাধনা ঘিরে মেতে ওঠে কচিকাঁচারা। ঘরে ঘরে পূজিতা বাগদেবী।



শীতের শুরুতেই চলুন দেখে নেওয়া যাক, ২০২৫ সালে সরস্বতী পুজো কবে পালিত হবে।



এদিন শিক্ষার্থীরা দেবীর কাছে শিক্ষাক্ষেত্রে উন্নতি লাভের কামনা করবেন।



পূজিত হবেন বাগদেবী সরস্বতী। মণ্ডপে-মণ্ডপে দুটোদিন মেতে উঠবে পড়ুয়ারা।



জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস।



আগামী বছর সরস্বতীপুজো পড়েছে ২ ফেব্রুয়ারি, রবিবার৷



এদিনই বাংলার ঘরে ঘরে হবে বাগদেবীর আরাধনা ।