মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো



বিদ্যাস্থানে মনকে নিয়োজিত করার হেতু, একাগ্রতা বাড়ানোর জন্য,মা সরস্বতীর পুজো করা হয়।



প্রত্যেক রাশির জন্য কিছু পরামর্শ আছে, যা সরস্বতী বন্দনার ক্ষেত্রে মেনে চলতে পারলে ভাল।



মেষ রাশি হলে , দেবীকে হলুদ ফুলের সঙ্গে একটি খাগের কলম অবশ্যই নিবেদন করুন । ওম বাগ্দেবী বাগীশ্বরী নমঃ: - জপ করুন।



বৃষ রাশির ছাত্ররা দেবী সরস্বতীকে সুগন্ধি নিবেদন করতে পারলে ভাল। ওম কৌমুদী জ্ঞানদায়িনী নমঃ মন্ত্র পাঠ করুন।



মিথুন রাশি হলে ওম মা ভুবনেশ্বরী সরস্বত্যায় নমঃ - জপ করুন। দেবীকে নিবেদন করুন পলাশ ফুল।



ক্রকট রাশি হলে ওম মা চন্দ্রিকা দিব্য নমঃ: - মন্ত্র জপ করুন। হলুদ বস্ত্র পরে মায়ের অঞ্জলি দিন।



সিংহ রাশি হলে, জপ করুন ওম মা কমলহাস বিকাশিনী নমঃ:। আর এদিন শিবলিঙ্গেও জল নিবেদন করুন।



রাশি কন্যা হলে ওম মা প্রণবনাদ বিকাশিনী নমঃ:মন্ত্র জপ করুন।



তুলা রাশি হলে ওম মা হংসসুবাহিনী নমঃ মন্ত্র জপ করুন।



বৃশ্চিক রাশি হলে ওম শারদায় দৈব্যয় চন্দ্রকান্তি নমঃ: মন্ত্র জপ করুন।



ধনু রাশি হলে ওম জগতি বীণাবাদিনী নমঃ: মন্ত্র জপ করুন।



মকর রাশি হলে, ওম বুদ্ধিদাত্রী সুধামূর্তি নমঃ: মন্ত্র পাঠ করুন।



ওম জ্ঞানপ্রকাশিনী ব্রহ্মচারিণী নমঃ: মন্ত্র জপ করুন কুম্ভ রাশি হলে।



ওম ভারদায়িনী মা ভারতী নমঃ: মন্ত্র পাঠ করুন রাশি মীন হলে। সূত্র - https://www.abplive.com/