৫ অগাস্ট শ্রাবণের তৃতীয় সোমবার। এদিন তৈরি হচ্ছে একটি খুব বিরল যোগ। চাঁদ অশ্লেষা নক্ষত্র থেকে সরে সিংহ রাশিতে প্রবেশ করবে। সেখানেই বুধের সঙ্গে দেখা হয়ে যাবে চন্দ্রের। সোমবার বুধ এবং চন্দ্রের মিলনে কিছু রাশির কপাল খুলবে রাজার মতো । সোমবার বুধ ও চন্দ্রের মিলনে মেষ রাশির জাতক জাতিকারা জীবনের সব ক্ষেত্রেই দুরন্ত সুবিধে পাবেন। অর্থ সংক্রান্ত সমস্যা কেটে যেতে পারে বৃষর। রাশি মিথুন হলে আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। সৃজনশীল কাজে লেগে যাবে বাম্পার। কর্কট রাশির জাতক জাতিকাদের টাকা পয়সা বাড়বে হুহু করে। সুখের সন্ধান পাবে। মীন রাশির জাতক হলে ব্যবসায় মিলতে পারে বাম্পার লাভ। চাকরিতে উচকিত প্রশংসা। ডিসক্লেমার : কোনও রাশির ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।