শনি মানেই চোখ রাঙানি নয়। শনিদেবের নজরে কারও হয় পৌষমাস, কারও সর্বনাশ। শনি মোটেই নিষ্ঠুর নন, তিনি কঠোর, ন্যায়ের দেবতা। সত্যাচারে বিশ্বাসীদেরই আগলে রাখেন শনি। সাড়ে সাতিও বিপাকে ফেলে না এদের। রাশিচক্রের মধ্যে কয়েকটি রাশি এই মাসজুড়ে থাকবেন শনিদেবের সুনজরে। শনির সুদৃষ্টিতে এই মাসেই শুরু হয়ে যাচ্ছে 'আচ্ছে দিন' মেষ রাশির জাতক জাতিকাদের নতুন চাকরির যোগ আছে। কর্মজীবনের ভাল অভিজ্ঞতা । বিনিয়োগের সুসময়। শেয়ার বাজারে লাভের ইঙ্গিত আছে। চাকরিতে ভালো ফল দেখতে পাবেন বৃষর জাতকরাও । পরিবারে সম্মান বৃদ্ধি পাবে। সহকর্মী ও ঊর্ধ্বতনদের কাছ থেকে সহযোগিতা পাবেন এই রাশির জাতকরা। কন্যা রাশি? এ মাসে আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। কাজে হাত দিলেই ফলবে সোনা। নতুন দিশা পেতে পারে কেরিয়ার।