শনি গত ২৮ এপ্রিল উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে



৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে



জ্যোতিষাচার্য অনীশ ব্যাস জানান যে, পুরো ২৭ বছর পর এমন অবস্থানে শনি



এই নক্ষত্রে থাকাকালীন শনি দেব অনেক রাশিকে শুভ ফল দান করবেন।



বৃষ রাশি হলে আয় বৃদ্ধি পাবে এবং পদোন্নতির যোগ আছে



কর্কট রাশি হলে এই সময় সব রুদ্ধ বা আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে



তুলা রাশি হলে ঋণের বোঝা কমবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে।



এছাড়াও আদালত-কোর্ট সংক্রান্ত মামলায়ও আপনার পক্ষে রায় আসতে পারে।