শনির ধইয়ার সময়কাল আড়াই বছর।



এই সময়ে কোনও কোনও রাশির কপালে নাচে অশুভ প্রভাব। সময়টা খুব কষ্টের হতে পারে ।



কেউ যদি শনির ধইয়ার প্রভাবে থাকেন, তবে তাঁর অনেক নিয়ম মেনে চলা উচিত এবং সাবধান হওয়া উচিত।



২০২৫ সালে শনির ধইয়া থেকে কর্কট ও বৃশ্চিক রাশি মুক্তি পাবেন।



২০২৫ সালে শনির রাশি পরিবর্তন ঘটবে। শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে।



শনির এই গমন খুবই গুরুত্বপূর্ণ, এর ভিত্তিতে শনির সাড়ে ও শনির ধইয়া মূল্যায়ন করা হয়।



২০২৫ সালে শনি গ্রহের ধইয়ার প্রভাব শুরু হবে সিংহ ও ধনু রাশির



এই দুই রাশির জাতকদের অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকতে হবে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে।



কারো ক্ষতি করা মারাত্মক ফল দেবে। প্রয়োজনে সাহায্যে এগিয়ে আসুন ।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।