কেমন কাটাবেন সপ্তাহটা , সময় বলবে ? তবে একবার একনজরে দেখে নেওয়া যাক ১২ রাশির গোটা সপ্তাহের টিপস
মেষ রাশি - ব্যক্তিগত সমৃদ্ধির দিকেই ফোকাস করে এগোন
বৃষ রাশি - যেগুলো অপ্রয়োজনীয়, একদম ঝাড়াই-বাছাই করে এড়িয়ে চলুন এই সপ্তাহে
মিথুন রাশি - একটু বেশি করে সামাজিক হতে হবে
কর্কট রাশি - নিজের উপস্থিতি আরও বেশি করে বোঝাতে হবে
সিংহ রাশি - ভিন্ন দৃষ্টিভঙ্গিকে মূল্য দিন
কন্যা রাশি - আধ্যাত্মিক সমৃদ্ধিকে অন্বেষণ করতে হবে
তুলা রাশি - পারিবারিক দায়িত্ব নিতে হবে
বৃশ্চিক রাশি - কাজ ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য নিশ্চিত করতে হবে
ধনু রাশি - একটু বেশি মিশুকে ও মজাদার হোন
মকর রাশি - ব্যক্তিগত জীবনকে সময় বেশি দিন, বিনিয়োগ করুন
কুম্ভ রাশি - নিজের মত, ধারণা স্পষ্ট করে বলুন
মীন রাশি - আর্থিক স্থিতির উপরে মনোযোগ করুন তথ্যসূত্র - আই এ এন এস লাইফ
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।