বিশেষ অবস্থানে শনি, এই ৫ রাশির কপালে এবার 'জ্যাকপট'
abp live

বিশেষ অবস্থানে শনি, এই ৫ রাশির কপালে এবার 'জ্যাকপট'

Published by: ABP Ananda
এই বছরের ১৫ নভেম্বর পর্যন্ত পিছিয়ে থাকছে শনি। এই সময়েই বেশ কিছু রাশির জাতকদের উপর প্রভাব পড়তে চলেছে
abp live

এই বছরের ১৫ নভেম্বর পর্যন্ত পিছিয়ে থাকছে শনি। এই সময়েই বেশ কিছু রাশির জাতকদের উপর প্রভাব পড়তে চলেছে

Published by: ABP Ananda
শনির পিছিয়ে থাকা নিয়ে অনেকে আতঙ্কিত থাকেন। কিন্তু সবসময় সেটি খারাপ ফল দেয় না। কারও কারও উপর ভাল প্রভাবও তৈরি হয়
ABP Ananda

শনির পিছিয়ে থাকা নিয়ে অনেকে আতঙ্কিত থাকেন। কিন্তু সবসময় সেটি খারাপ ফল দেয় না। কারও কারও উপর ভাল প্রভাবও তৈরি হয়



এবারের শনির এই অবস্থানের কারণে ৫ রাশি লাভবান হবে
ABP Ananda

এবারের শনির এই অবস্থানের কারণে ৫ রাশি লাভবান হবে



ABP Ananda

ওই পাঁচ রাশির জাতকরা পরিশ্রম করলেই ফল পাবেন। শনিদেবের আশীর্বাদে কেটে যাবে সব সমস্য়া



ABP Ananda

মেষ- আটকে থাকা পাওনা বা আটকে থাকা ঋণ মিলে যাবে। কোনও লক্ষ্য থাকলে তা পূরণ হবে যদি পরিশ্রম করেন



ABP Ananda

বৃষ - আলস্য ভাব রাখবেন না। অফিস সংক্রান্ত কোনও কাজ সহজেই মিটে যাবে এবার।



ABP Ananda

সিংহ- শেষ মুহূর্তে ঘুরবে খেলা। হারা বাজিও জিতে আসতে পারেন। প্রতিযোগিতার প্রস্তুতি নিলে এবার তাঁদের ভাল সময়



ABP Ananda

তুলা- আগামী ১০০ দিনে সব আটকে থাকা কাজ শেষ হবে। শুধু ইতিবাচক চিন্তা সঙ্গে রাখুন। ফল মিলবেই



কুম্ভ - বাড়ি সংক্রান্ত ঝামেলা মিটে যাবে। ধীরগতিতে হলেও সব কাজ সফল হবে



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না।