শনির প্রভাবে কোনও জাতকের জীবনে আসতে পারে সুখ, কারও জীবনে হতে পারে অন্ধকার
১৫ নভেম্বর, ২০২৪-এ শনিদেব প্রত্যক্ষ হচ্ছে। এই কারণেই এই রাশির জাতকের কপাল ফিরতে চলেছে।
কর্কট রাশি: ১৫ নভেম্বর থেকে কর্কট রাশির জাতকদের জন্য শুভ সময় শুরু হচ্ছে। আর্থিক সঙ্কট এবং অভাব দূর হবে।
বৃশ্চিক রাশি: আর্থিক ও মানসিক সমস্যার অবসান হবে। জীবনে উন্নতির পথে এগিয়ে যাবেন। শনিদেবের কৃপায় সমস্ত আটকে থাকা কাজ হয়ে যাবে। সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ।
মকর রাশি: মকর রাশির জাতকরা এখন শনির সাড়েসাতির প্রভাবে রয়েছেন। ১৫ নভেম্বর থেকে এরা শনিদেবের আশীর্বাদ পেতে চলেছেন। যে কাজ শেষ করার অপেক্ষায় ছিলেন তা সম্পূর্ণ হবে।
কুম্ভ রাশি: জাতকদের সব ঝামেলা শেষ হবে। অভিভাবকদের সহযোগিতা পাবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরি ও কর্মজীবনে উন্নতি হবে।
মীন রাশি: ১৫ নভেম্বরের পরের সময় মীন রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে মানুষের সমর্থন পাবেন। আপনার একটি নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন রাশি: দীর্ঘদিন ধরে যে কাজের জন্য চেষ্টা করছিলেন, তা মিটে যাবে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে।
ডিসক্লেমার: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।