শনি দেবকে ডরান অনেকেই। তাই শনিপুজো সকলেই করেন ভক্তিভরে।

এদিকে আবার ভগবান শিবের পরম ভক্ত শনি। তিনি ভোলানাথকেই মিজের গুরু মানেন বলে বিশ্বাস।

এই কারণে মনে করা হয় যে শনি দেব ভগবান শিবকে ভয় পান।

এমন একটা বিশ্বাস করা হয় যে, যাঁরা ভগবান শিবের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি নিয়ে পূজা করেন...

তাঁদের উপর শনির পরোষ নজর কখনও পরে না

শিবের পুজো করে শনিদেবের কৃপা লাভ করা যায়।

তাই অনেকেই বলেন ভগবান শনি দেব ভগবান শিবের নিয়ন্ত্রণে।

শনি গ্রহের অধিপতি দেবতা ভগবান ভৈরব।

Published by: ABP Ananda

কালভৈরব ভগবান শিবের অবতার হিসেবেই গণ্য হন।