জ্যোতিষ শাস্ত্রে শনিদেবের গুরুত্ব অপরিসীম বলে মানা হয়। কর্মের ফলদাতা ও ন্যায়ের দেবতা শনি।

তাঁকে বড়ঠাকুরও বলা হয়। শনিদেবের সাড়ে সাতির খারাপ প্রভাব যে রাশির উপর পড়ে

তার জীবনে উত্থান-পতনের প্রভাব ভীষণভাবে লক্ষ্য করা যায়।

তবে কিছু রাশি এমন রয়েছে, যাদের উপর শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হয়। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি সেগুলি।

বৃষ রাশির জাতক-জাতিকাদের উপর শনিদেবের প্রভাব খুব কম পড়ে বলে বিশ্বাস।

শনিদেবের কৃপায় জীবনে সুখ-সমৃদ্ধি ও সুখ বজায় থাকে।

শনিদেবের প্রিয় রাশিগুলির অন্যতম তুলা রাশি বলে বিশ্বাস। তুলা রাশির জাতক-জাতিকারা ভাল কাজ করলে শনিদেবের কৃপা বর্ষিত হয় তাদের উপর।

এমনিতে তুলা রাশির জাতকরা পরি্শ্রমী, বিশ্বস্ত ও দয়াবান হন বলে মনে করা হয়।

মকর রাশির স্বামী হলেন স্বয়ং শনিদেব। এই রাশির জাতক-জাতিকারা যেহেতু পরিশ্রমী ও উৎসাহী হন, তাই শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হয়।

ধনপ্রাপ্তি, মান-সম্মান ও সাফল্য আসে।

কুম্ভ রাশির স্বামীও স্বয়ং শনিদেব। তাই ভাল কাজ করলে শনির প্রকোপে কম পড়ে এই রাশি।

লক্ষ্যপূরণে বড়ঠাকুরের আশিস সদা সঙ্গে থাকে।

গুরুর রাশি ধনু শনিদেবের প্রিয়। সাড়ে সাতি চললেও এই রাশির জাতক-জাতিকারা কম কষ্ট ভোগ করেন বলে বিশ্বাস ও জ্যোতিষ শাস্ত্রে প্রচলিত।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।

এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Image Source: ABP Live AI