মঙ্গলবার ভগবান হনুমানের দিন



মঙ্গলে মন দিয়ে বজরঙ্গবলীকে ডাকলে খুব উপকার হয়।



এমন কিছু কাজ রয়েছে যা মঙ্গলবার একেবারেই করা উচিত নয়।



না হলে ভগবানের ক্রোধের সম্মুখীন হতে পারেন।



মঙ্গলবার লোহার থেকে দূরত্ব বজায় রাখা দরকার। লোহার জিনিস না কেনাই মঙ্গলকর।



একবার হনুমান চালিসা পাঠ করা শুরু করলে, আপনাকে বিরতি ছাড়াই তা করতে হবে।



পরিষ্কার পোশাক ইতিবাচক শক্তি নিয়ে আসে, নোংরা পোশাক পরে থাকবেন না।



যেখানে-সেখানে বাথরুমে বা নোংরা জায়গায় বসে হনুমান চালিশা পাঠ করবেন না।



হনুমান চালিসা পাঠ করার আদর্শ সময় হল ব্রহ্ম মুহূর্ত।



পশ্চিম এবং উত্তর দিকে ভ্রমণের পরিকল্পনা থাকলে, মঙ্গলবার তা শুরু না করাই শ্রেয়।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।