কুণ্ডলীতে শনি দুর্বল থাকলে একাধিক রোগ হতে পারে

জীবনভর ঘিরে থাকে একাধিক রোগ

সবথেকে ধীর গতিতে চলা গ্রহ শনি

তাই শনির কারণে পাওয়া রোগও দীর্ঘ সময় ধরে থাকে

জোতিষশাস্ত্র অনুসারে, শনি শীতল ও শুষ্ক গ্রহ

শনির কারণে আর্থারাইটিস ও জয়েন্টে ব্যথার মতো সমস্যা হয়

তাই শরীরকে সুস্থ রাখতে হলে কুণ্ডলীতে শনিকে মজবুত রাখুন

প্রতিদিন অশ্বত্থ গাছের নীচে ১৫-২০ মিনিট ধ্যান করুন

শনিবার দিনে শনিদেব ও হনুমান দেবের পুজো করুন

সবসময় ভাল কাজ করার ও ভাল মানুষ থাকার চেষ্টা করতে হবে। কারণ, শনি প্রত্যেকের কর্মের দিকে নজর রাখেন