আশা-আকাঙ্খা নিয়ে শুরু হতে চলেছে আরও একটা বছর। নতুন বছরের দিকে তাকিয়ে কমবেশি সকলেই। কিন্তু, কেমন কাটবে ২০২৫ সাল ? এই সময়ে একাধিক গ্রহ তাদের গতিপথ বদলাতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হতে চলেছে, শনি তার রাশি পরিবর্তন করবে শনি বর্তমানে তার মূল ত্রিভুজ চিহ্ন কুম্ভ রাশিতে রয়েছে এবং আগামী বছর পর্যন্ত সেখানে থাকবে ২৯ মার্চ, ২০২৫-এ, শনি বৃহস্পতির রাশিচক্রে মীন রাশিতে প্রবেশ করবে এবং ৩ জুন, ২০২৭ সাল পর্যন্ত সেখানে থাকবে। এর ফল পেতে চলেছে কিছু রাশি বৃষ রাশির জাতকরা শনির রাশি পরিবর্তনে লাভবান হবেন। কর্মজীবন ও ব্যবসায় অকল্পনীয় লাভ পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বৃষ- সমস্ত বকেয়া কাজ শেষ হবে। বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। বাবার সেবা এবং সম্মান করুন, রাজকীয় আনন্দ উপভোগ করবেন। সম্মান বাড়বে তুলা রাশির জাতকরাও শনিদেবের রাশি পরিবর্তনের ফলে লাভবান হবেন। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। আদালতে আপনি জিতবেন তুলা- শারীরিক সমস্যা থেকেও মুক্তি। এই রাশিতে শনিদেব সবার আগে আসে। তাই তুলা রাশির জাতকরা বিশেষ সুবিধা পান মকর রাশির জাতকরা সাড়েসাতি থেকে মুক্তি পান। আত্মবিশ্বাস বাড়বে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে মকর- নতুন কোনো কাজ শুরু করতে পারেন। প্রিয়জনের কাছ থেকে সহযোগিতা পাবেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। বিনিয়োগ আপনাকে বড় লাভ দেবে